পুথি গবেষণার সহজ পাঠ
- তন্ময় মিত্র, মীর রেজাউল করিম
পুথি আলোচনার গতানুগতিক পথে নয়, পুথি পাঠের সমস্যাটিকে সামনে রেখে অনেকটা হাতে কলমে তার সমাধান করা হয়েছে। তাই প্রাথমিকভাবে শুধু লিপির বিবর্তন নয়, বিচিত্র পরিবেশ প্রতিবেশ তার নানা কর্মছাঁদ চিত্রসহ তুলে ধরা হয়েছে। লিপি বৈচিত্র ও ভাষাগত কারণে পাঠ-সম্পাদনায় কোথায় কী রকম পাঠভ্রান্তি ঘটেছে সংশ্লিষ্ট উদাহরণে তা ব্যাখ্যা হয়েছে। শুধু লিপি বা ভাষাছাঁদ নয়, ভুগোল - ইতিহাস - সংস্কৃতির বিবর্তনের সুত্রেও পাঠভ্রান্তি ঘটেছে। তাই মধ্যযুগীয় বাতাবরণে সাংস্কৃতিক ইতিহাস (Cultural History) -এর নানা উপাদান - উপকরণের প্রসঙ্গ গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে।