রবীন্দ্র কথাসাহিত্যে রবীন্দ্রজীবন
- শিপ্রা গাঙ্গুলী
রবীন্দ্রনাথের প্রায় ৮০ বছরের জীবৎকালে আশৈশব কত না বিচিত্র ব্যক্তিগত অভিজ্ঞতা। কত রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক বিষয় সম্পর্কে বিভিন্ন চিঠিপত্রে, প্রবন্ধে প্রতিফলিত সেইসব অভিজ্ঞতার সঞ্চয়ন এখনও সম্পূর্ণ হয়নি। বর্তমান গ্রন্থে এমন অনেক বিষয়ে আলোকপাত করা হয়েছে। রবীন্দ্রজীবন অভিজ্ঞতা ও তাঁর নিজস্ব দর্শন তাঁর কথাসাহিত্যকে কিভাবে পুষ্ট করেছে সেটাই গ্রন্থের মূল উপজীব্য। পাঠকের উপরিলাভ হবে এই একটি অধ্যায়ে গ্রন্থকার রবীন্দ্রনাথের নাটক, কবিতা ও প্রবন্ধের উপরও রবীন্দ্রনাথের নানা অভিজ্ঞতা ও তাঁর নিজস্ব দর্শনকে বিচার করেছেন। অর্থাৎ কথাসাহিত্য অতিরিক্ত রবীন্দ্র রচনাকে ব্যাখ্যা করে লেখক গ্রন্থটিকে সম্পূর্ণতা দিয়েছেন। চিন্তাশীল রবীন্দ্রানুরাগীরা এই গ্রন্থটি পড়ে সমৃদ্ধ হবেন বলেই আমরা আশা রাখি।
জন্ম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাসফরেন ও এম.ফিল. ডিগ্রী অর্জন করেন। অতঃপর অধ্যাপনার শুরু নেতাজীনগর ডে কলেজে। পরবর্তীতে তিনি চিত্তরঞ্জন কলেজ, প্রশান্তচন্দ্র মহলানবীশ কলেজ এবং বিজয়গড় জ্যোতিষরায় কলেজে শিক্ষকতার পর বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতবিদ্যা বিভাগ, রবীন্দ্রচর্চা কেন্দ্র এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে শিক্ষকতা করছেন স্নাতকোত্তর স্তরে। পি.এইচ.ডি. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বিভিন্ন গ্রন্থ ও পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলি ভবিষ্যৎ গবেষকদের নানাভাবে সাহায্য করবে।