রবীন্দ্র প্রবন্ধের রূপরেখা
- মীনাক্ষী সিংহ
রবীন্দ্রনাথ বাংলা ভাষার শ্রেষ্ঠ প্রাবন্ধিক। কবি পরিচয়ের আলোসামান্য বিছায়া তার আন্যান্য পরিচয় কিছুটা আচ্ছন্ন হলেও একথা নির্দ্ধিধায় উচ্চারণ করতে হয় যে তিনিই বাংলা সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ প্রবন্ধকার। পরিমাণের বিপুলায় এ বিষয় বৈচিত্র্যের অজস্রতায় তাঁর প্রবন্ধ আমাদের বিস্মিত করে। তার প্রাবন্ধিক সত্তার শিখরস্পর্শী মহিমার যথাযত বিচার বিশ্লেষণ করার মত যোগ্যতা আমাদের নেই। সেই মহান স্রষ্টার প্রাবন্ধিক পরিচয়ের সামান্য কয়েকটি দিক নিয়ে আলোচনা করার চেষ্টা হায়েছে বর্তমান গ্রন্থে। কবি রবীন্দ্রনাথের ঈশাৎ অনালোচিত এই দিকটির সম্পূর্ণ বিশ্লেষণ ও মূল্যায়ন বহু পত্রিশ্রম ও দীর্ঘ সময় সাপেক্ষ, এখানে কেবল তার অসামান্য সৃষ্টি সম্ভারকে ছুঁয়ে যাবার চেষ্টা করা হয়েছে, তাঁর বহু বিস্তৃত প্রবন্ধ সাহিত্যের একটি রূপরেখা মাত্র অঙ্কনের চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে।
বাংলা সাহিত্যের অধ্যাপিকা ও প্রাবন্ধিক রূপে সুপরিচিতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ড. সিংহ অধ্যাপনা করেছেন বেথুন কলেজ ও দক্ষিনেশ্বর হীরালাল মজুমদার কলেজে। অতিথি অধ্যাপিকা রূপে দীর্ঘদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের সঙ্গেও তিনি যুক্ত। অধ্যাপিকা সিংহ বাংলাদেশ ও লন্ডনে একাধিকবার একক নাট্যশিল্পীরূপে আমন্ত্রিত হয়ে দেশের সাংস্কৃতিক প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ১৯৮৭তে চেকোশ্লোভাকিয়ায় অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক সেমিনারে ভারতীয় অধ্যাপক দলের একমাত্র মহিলা সদস্য হিসেবে তিনি পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর প্রিয় বিষয় রবীন্দ্রচর্চা ও নাটকাভিনয়।