রবীন্দ্র সাহিত্য : প্রসঙ্গ আশ্রয়
- বিশ্বজিৎ পোদ্দার
রবীন্দ্রনাথ জমিদার বাড়ির সন্তান। কিন্তু তাকেও পরিচারকদের কঠোর অনুশাসনের গণ্ডীতে আশ্রিতের মতো জীবনযাপন করতে হয়েছে। লেখক রবীন্দ্রনাথ যখন লেখনী ধরলেন তখন তার সাহিত্যের বিভিন্ন ধারায় বিষয়টিকে তিনি সচেতনভাবে ব্যবহার করে কাহিনীর গতি এবং মনস্তাত্বিক ঘাত-প্রতিঘাতকে বর্ণনা করলেন। বর্তমান আলোচনায় সেই প্রসঙ্গটি কীভাবে এসেছে তার সাহিত্যে—তা আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আশা করি বিশ্লেষণগুলি পাঠকহৃদয়কেও স্পর্শ করবে।