রবীন্দ্রনাথ ও গনমাধ্যম
- সম্পাদনা আয়ন্তিকা ঘোষ
গণমাধ্যম প্রতিবিম্বন বা প্রতিচ্ছবির মতো। অনেক মানুষের ওপর এসে পড়া শৈল্পিক আলো। এখানে পারস্পরিক সাযুজ্যের রসায়নটা নির্ভর করে ‘প্রকাশ’ এর ওপর। ‘ব্যক্তি’-র কাছে সমষ্টি বা ‘গণ’-র বার্তা আসে প্রকাশ বা মাধ্যম দিয়ে। ‘গণমাধ্যম’ বলতেই তাই সংবাদপত্র, বেতার আর দূরদর্শনে সীমাবদ্ধ থাকা নয়। নাচ, গান, নাটক, চলচ্চিত্র, চিত্রশিল্প, আবৃত্তি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যাবতীয় প্রকাশকলাকেই অঙ্গীভূত করা যেতে পারে কেননা যাবতীয় ‘মাধ্যম’এর প্রকাশ ‘গণ’-এর কাছে, ‘গণ’-এর জন্যই। বিভিন্ন প্রকাশকলা বা মাধ্যম রবীন্দ্রনাথ নামক মহীরুহের কারণে কীভাবে সত্যিকারের ‘গণমাধ্যম’-এ পরিগণিত হয়েছে বা হতে পারে তার অন্বেষণ-ই ছিল এ-গ্রন্থের উদ্দেশ্য। রবীন্দ্রযুগে গণমাধ্যমে প্রতিফলিত হয়েছিল কি রবীন্দ্রচেতনা, ভারতীয় রবীন্দ্রনাথের অবদান কতখানি, রবীন্দ্রোত্তর যুগে রবীন্দ্রনাথ কীভাবে আলোড়িত করেছেন গণমাধ্যমকে, নাকি স্বয়ং রবীন্দ্রনাথই এককভাবে হয়ে উঠেছেন এক স্বয়ংসম্পুর্ণ গণমাধ্যম-এই রকম নানা প্রশ্নে আকীর্ণ হয়েছেন এই গ্রন্থের লেখকগণ। সকলের সুপরিকল্পিত লেখনী ও ভাবনার বিনিময় এবং চর্চার গণমাধ্যমে রবীন্দ্রঅস্তিত্বের সামগ্রিক বিচারের অভিমুখ দিশা পেয়েছে।