রবীন্দ্রনাথের সন্তসাহিত্য চর্চা
- সোমা দত্ত
সন্তকবিদের সম্পর্কে রবীন্দ্রনাথের ঔৎসুক্য ছিল, সেই সঙ্গে তাঁদের প্রতি তিনি পরম শ্রদ্ধাবান ছিলেন। হিন্দি সাহিত্য ও সন্তকবিদের প্রতি রবীন্দ্রনাথ বিশেষভাবে আকৃষ্ট হন এবং এঁদের জীবন ও বাণীতে তিনি ভারতবর্ষের চিরন্তন আদর্শের ধারা প্রবাহিত হতে দেখেছিলেন। নিতান্ত অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথ সন্তকবিদের রচনার সঙ্গে পরিচিত ছিলেন এবং আমৃত্যু এঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তিনি। রবীন্দ্রসাহিত্যে সন্তপ্রসঙ্গ নানাভাবে এসেছে। কখনও তিনি সন্তদের বাণীর উল্লেখ করেছেন তাঁর আলোচনার বিষয়বস্তুকে স্পষ্ট করতে গিয়ে, কোথাও বা প্রসঙ্গক্রমে সন্তসাধকদের নামোল্লেখ বা এঁদের সম্পর্কে তাঁর অভিমত প্রকাশ করেছেন। সন্তসাধকদের জীবনীমূলক প্রবন্ধাদিও তিনি লিখেছেন। তাঁর অনেকগুলি কবিতা এঁদের জীবনাদর্শকে কেন্দ্র করে রচিত হয়েছে। রবীন্দ্রসাহিত্যে সন্তপ্রসঙ্গ কোথায় কখন কীভাবে এসেছে তা অনুধাবন করাই শেষ কথা নয়, ভারতবর্ষের ইতিহাসের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ সন্ত-সাধকদের যে স্থান দিয়েছেন, এই গ্রন্থে তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হুয়েছে।
জন্ম বারাণসীতে। বর্তমানে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহিলা মহাবিদ্যালয়ে তিনি বাংলা বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা। এই বিশ্ববিদ্যালয় থেকেই তিনি স্নাতক (১৯৮৮), স্নাতকোত্তর (১৯৯০) এবং পি.এইচ.ডি. (১৯৯৮) উপাধি লাভ করেছেন কৃতিত্বের সঙ্গে। তিনি চার বারই প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং তাঁর গবেষণা নিবন্ধের একজন পরীক্ষক, প্রতিথযশা এক অধ্যাপক, গবেষণা পত্রটিকে "Classical ThesisClassical Thesis" –এর আখ্যা দেন।
‘রবীন্দ্রনাথের সন্তসাহিত্য চর্চা’ - তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি গবেষণামূলক প্রবন্ধাদি লিখে থাকেন।