রবীন্দ্রনাথের উপন্যাস : সমালোচনার ধারা
- প্রণব কুমার গিরি
এই গ্রন্থে রবীন্দ্র উপন্যাসের সমালোচনার ধারা ইতিহাসের প্রেক্ষিতে উপস্থাপিত হয়েছে (১৯৬১ সাল পর্যন্ত)। লেখক দীর্ঘদিনের পরিশ্রমে দুঃপ্রাপ্য পত্র পত্রিকা ও গ্রন্থ সন্ধান করে আহরণ করেছেন গুরুত্বপূর্ণ তথ্য। রবীন্দ্র উপন্যাসের প্রকাশকালের ধারাবাহিকতায় কালানুক্রমিকভাবে সমালোচনার ইতিহাসটি বিবৃত করেছেন। পরিবর্তিত দেশ-কাল-পরিবেশের প্রেক্ষাপটে রবীন্দ্র উপন্যাস কীভাবে কালান্তরে সঞ্জীবিত হয়েছে, সুশৃঙ্খলভাবে আলোচিত হয়েছে সেই ধারা কাহিনি।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভাষা ও সাহিত্যে এম.এ.; বিশ্বভারতী থেকে পি.এইচ.ডি.। বিভিন্ন পত্র পত্রিকা ও সম্পাদিত গ্রন্থে সাহিত্য বিষয়ে নিয়মিত লেখক। বর্তমানে পূর্ব মেদিনীপুরের একটি বিদ্যালয়ে শিক্ষকতায় রত।