রবীন্দ্রসংগীত মননে ও অনুভবে
- শংকর কর
একুশ শতকের তৃতীয় দশকে প্রবেশ করেছি আমরা । এর মধ্যে কুড়ি ও একুশ -- বিগত দুটি বছর মারণ ব্যধি করোনার প্রকোপে পড়ে অগণিত মানুষ মানবিক সঙ্কটের সম্মুখীন হলেও সাহিত্য ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে একেবারে নিষ্ফলা নয়। আমরা এই সংকটের প্রত্যক্ষদর্শী হয়ে চলেছি এখনও ৷ এর থেকে অব্যাহতি লাভে সংগীতই প্রধান অবলম্বন। আর রবীন্দ্রসংগীত এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে আমাদের বিশ্বাস। যা হোক, এই মহতী কাজকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে এসেছেন আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের রবীন্দ্রসংগীত বোদ্ধা, বিদগ্ধ লেখক, গবেষক ও তাত্তিকেরা । তাদের মননশীল ও সারগর্ভ আলোচনার দ্বারা বৌদ্ধিক মহল ও পাঠক সমাজ খদ্ধ হলে আমাদের শ্রম সার্থক হবে বলে আশাবাদী ।