রাঢ়ী নয় বালুচরী
- দেবযানী ভৌমিক (চক্রবর্তী)
ভাষাসংক্রান্ত গবেষণায় ব্লকভিত্তিক কাজ খুব একটা চোখে পড়ে না। এই গ্রন্থটিতে সেই কাজটিই লক্ষনীয়। নিখুঁত পারিপাট্যে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের ভাষাগত বৈশিষ্ট্য তুলে ধরেছেন গ্রন্থকার। মুর্শিদাবাদের উপভাষা রাঢ়ীর অন্তর্গত নির্ধারিত হলেও এই বিশেষ ব্লকটি এই জেলারই হয়েও ভাষা মূল রাঢ়ী উপভাষা থেকে কতটা স্বতন্ত্র তা দেখানো হয়েছে। ভাষাতত্ত্বচর্চায় এহেন প্রয়াস ভাষাপ্রেমী সকল পাঠক তথা গবেষকের বিশেষ নজর কাড়বে।
জন্ম নদিয়ার কল্যাণীতে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় প্রথম শ্রেণিতে এম.এ.। তারপর ফুলটাইম স্কলার হিসেবে পি.এইচ. ডি.। আনন্দবাজার সহ বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত লেখালেখি। এছাড়া বিভিন্ন পত্র-পত্রিকা তথা গ্রন্থে তার রচিত প্রবন্ধ পাঠকের প্রশংসা অর্জন করেছে। বর্তমানে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শ্রীপৎ সিং কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনারত। তার প্রকাশিত গ্রন্থ : ১। ‘তুলনার প্রেক্ষিতে বঙ্কিম-রবীন্দ্র উপন্যাসে নারী-মনস্তত্ত্ব’, ২। ‘ভাষাচার্য সুনীতিকুমার’ (সম্পাদনা)।