রাজনীতি যুক্তিবাদ ও ধর্ম : স্বাধীনতা উত্তর বাংলা
- মধু মিত্র
স্বাধীনতা উত্তর বাংলাতে রাজনৈতিক বিভিন্ন টানাপোড়েন, ভাষিক আধিপত্যবাদ বাঙালিকে বারংবার রক্তাক্ত করেছে। কিন্তু সেই ধর্মীয়-রাজনৈতিক আধিপত্যবাদকে প্রতিহত করে এই বঙ্গে বরাবরই যুক্তিনির্ভর মানবিক প্রত্যাশা মান্যতা পায়। যদিও ধর্ম ও যুক্তিবাদের পারস্পরিক দ্বন্দময়তা ও টানাপোড়েনকে সঙ্গে নিয়েই এ বঙ্গে মুক্ত বুদ্ধির আনুশীলন গড়ে উঠাছে। একুশ শতকীয় বিপন্ন আঁধারে যখন ধর্মীয় জটাজাল ও ভাড়ামির বিপুল আয়োজন; যুক্তি ও নীতিবোধ বিপন্ন—ঠিক তখনই প্রয়োজন মনন ও চিন্তনের স্বাধীন পরিক্রমা। সংকলন গ্রন্থটিতে স্বাধীনতা উত্তর বাংলার রাজনীতি-ধর্ম ও যুক্তিবোধের পারস্পরিক দ্বন্দুময়তা ও উত্তরণের সম্ভাবনাকে খোঁজা হয়েছে।