রুধিরপাত
- অনুরাধা মহাপাত্র
পায়ে পায়ে জীবন এগিয়ে চলে। অনুভবের তারে সুর ওঠে, পড়ে, মিলিয়ে যায়। কত সুখ স্মৃতির সরণী ধরে ভিড় করে আসে। ব্যস্ত শহরে সন্ধে ঘনায়, নিয়নের রেশ জাগে। এসবেরই আনাচে কানাচে বাঁচার ঘরবসতের গল্পগুলো ছড়িয়ে ছিটিয়ে টাঙানো থাকে। লেখক দেখতে পান পার হওয়া কত সময় ইতিহাস হয়ে গেল, কত চেনা নাম আলোচ্য হয়ে উঠল। তবু জীবন জীর্ণ হল না। ফুরোলো না এর টান। কত আঘাত, দীর্ঘতর কত শ্বাসঘাত পার হয়ে, কত নীরব রক্তহননের কাল উজিয়ে দুর্নিবার আকর্ষণে দিন, প্রতিদিনের টানে এগিয়ে চলল। সেইসব স্মৃতিকথা আত্মকথা হয়ে ফিরে এল কোনো এক পড়ন্ত রোদের বিকেলে। কত পংক্তির খড়কুটো এসে জড়ো হয়, কত ভাবনা কবিতা হয়ে ওঠে। এভাবেই বাঁচাকে ছুঁতে চান লেখক জীবনকে চিনে, কবিতাকে ছুঁয়ে। নিভৃত সঙ্গোপনের সেই কারুভাষ বাঁধা পড়ল এই দুই মলাটে।
জন্ম ১৯৫৭, নন্দীগ্রাম, মেদিনীপুর। শিক্ষা : বাংলায় এম. এ., কলকাতা বিশ্ববিদ্যালয়। চারদশকের ওপর সাহিত্য সেবায় ব্রতী। কাব্যগ্রন্থের সংখ্যা ২২, গদ্যপুস্তকের সংখ্যা ২। এতাবৎকাল ফ্রীলান্স লেখা, সমাজসেবা ও পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত। ১৯৯৭ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কবিসম্মেলনে বাংলা ভাষার কবি হিসেবে অংশগ্রহণ। আমেরিকা থেকে ১৯৯৬ সালে প্রকাশিত হয়েছে একটি ইংরেজিতে অনূদিত কাব্যগ্রন্থ “Another Spring Darkness."