সাহিত্য জিজ্ঞাসা
- জীবেন্দু রায়
‘সাহিত্য জিজ্ঞাসা’ সাহিত্যতত্ত্ব আলোচনার ভূমিকা। অতুলচন্দ্র গুপ্তের “কাব্যজিজ্ঞাসা” এবং রবীন্দ্রনাথের সাহিত্য বইয়ে উপস্থাপিত এ সংক্রান্ত মতামতের ব্যাখ্যা-বিশ্লেষণ। এর সঙ্গে প্রাচ্য ও প্রতীচ্য সাহিত্যতত্ত্বের সামগ্রিক বোধের জন্য যুক্ত হয়েছে সুবোধচন্দ্র সেনগুপ্ত এবং শশিভূষণ দাশগুপ্তের দুটি মূল্যবান প্রবন্ধের আলোচনা। সাহিত্যতত্ত্বের বোধকে সমৃদ্ধ করাই এই সংযোজনের লক্ষ্য।