সমাজের চিত্রকল্প ও কবিতার কোলাজ
- রিয়া চক্রবর্তী
সমাজের আলোছায়ায় মিশে থাকা মুখোশের আড়াল, মুখে ফেরার আর্তি, বিপন্ন নারীর বিষন্নতা, অবচেতনের চলাচল—এসবই কবিতার তরী থেকে তীরে খুঁজে ফেরার একটি প্রয়াস ধরা আছে এই বইতে। কখনও রূপকে, কখনও টুকরো চিত্রকল্পে কবিতায় উঠে আসা কিছু ক্লান্তি, টুকরো কিছু অনুভবকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা থাকল এখানে।