সাময়িকপত্রে সাধু-চলিত বিতর্ক : সবুজ পত্র গর্ব
- সংকলন ও সম্পাদনা - সুদীপ বসু
সাধু ভাষায় লিখব না চলিতে? এই টিন্তায় ব্যস্ত ছিলেন উনিশ-বিশ শতকের বাঙালি বুধমণ্ডলী। ফলে বিতর্ক তৈরি হয়েছে যা গড়িয়েছে পত্র থেকে পত্রান্তরে। কে নেই সেই বিতর্কে। সূর্যসনাথ রবীন্দ্রনাথ থেকে সবুজ-প্রধান প্রমথ চৌধুরী। উল্টোদিকের দলও কম ভারি ছিল না। ললিতকুমার বন্দ্যোপাধ্যায়, মণীন্দ্রচন্দ্র নন্দী, যতীন্দ্রমোহন সিংহ প্রমুখ। মধ্যস্থতার চেষ্টায় আবির্ভূত হয়েছেন রামানন্দ চট্টোপাধ্যায়। প্রমথ চৌধুরীর পক্ষে খাপখোলা তরোয়াল ছিলেন সুরেশচন্দ্র চক্রবর্তী, ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, নবেন্দু বসু’রা। প্রমথ চৌধুরী বিস্ময়জনক সমর্থন পেয়েছিলেন পূর্ববঙ্গের সুশীলকুমার দাসগুপ্তের কাছে। এই সব লেখার সমাহার ‘সাময়িকপত্রে সাধু-চলিত বিতর্ক (সবুজ পত্র পর্ব)’। বঙ্গদেশের সাংস্কৃতিক ইতিহাসের এই অংশকে সম্পাদক সুদীপ বসু প্রথম ধরিয়ে দিলেন দুই মলাটে।