সংস্কৃত সাহিত্যের একাদশরত্ন
- সুখেন্দুসুন্দর গঙ্গোপাধ্যায়
পুরাতনকে নতুন করে দেখা আর বিচ্ছিন্নকে এক করে দেখার প্রয়াসেই রচিত হয় সাহিত্যের ইতিহাস। তবে সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রটি অনেক প্রসারিত ও ভাবগম্ভীরতায় পূর্ণ। সংস্কৃত সাহিত্যের প্রবাদপ্রতীম শ্রষ্টাগণ শব্দ ও ভাবের মণিকাঞ্চন সংগ্রহ করে যে সকল সৃষ্টির দানে প্রাচ্য সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন, সেসব অবদানের আলোচনা সমালাচনার প্রয়াসকে একটি গ্রন্থে আবদ্ধ করার চেষ্টা বিন্দুতে সিন্ধু দর্শনের সমতূল্য। তবে লেখনীর জাদুস্পর্শে বিন্দুতেও সমগ্র-দর্শন সম্ভব হয়। আমাদের এই গ্রন্থে সেই প্রয়াসই ঘটেছে। সংস্কৃত সাহিত্যের একাদশরত্নকে অবলম্বন করে তাদের সৃষ্টির অবদান, প্রভাব ইত্যাদি বিষয়ে আলোচনার চেষ্টায় এ গ্রন্থ রচিত।