শারদোৎসব : মুক্তির উৎসব
- পীরুপদ মালিক
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্য নাটক ‘শারদোৎসব’ (১৯০৮) ঋতুর নামে নামাঙ্কিত হলেও প্রকৃতির অন্তরালে আছে অসীমের ব্যঞ্জনা — সেই অসীমের সন্ধানে চলেছেন রাজা থেকে শিশুরা। সম্পাদক নাট্যকারের নতুন পর্যায়ের নাটক ‘শারদোৎসব’ কে নিয়ে নতুনভাবে আলোচনা করার চেষ্টা করেছেন। মূল নাটকটি এই গ্রন্থে সংযোজিত হয়েছে।