শরীর ও মনের মিথস্ক্রিয়া রবীন্দ্র কথাসাহিত্য
- মৃন্ময়ী পাত্র
বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথই প্রথম মানুষের মনের কারখানা ঘরের কথা বলেছেন। রবীন্দ্রকথাসাহিত্য রচনার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপটে এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উপস্থাপিত দেহ ও মনের মিথক্ক্রিয়ার পরিচয় সূত্রে মানব হৃদয় ও মানব চরিত্রের যথার্থ অস্বেষণই বর্তমান গ্রন্থের অভীষ্ট গ্রন্থটেতে মনস্তত্নির্ভর সাহিত্য নারীবাদী দৃষ্টিতেও বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক পর্বে শরীরের কীভাবে হয় তার পরিচয় উদ্ঘাটিত হয়েছে।