শ্যাম সুধাকরের নির্বাচিত কবিতা সমুদ্রের প্রহরী
- পিয়ালি চক্রবর্তী
কবি পরিচিতি শ্যাম সুধাকর : ১৯৮৩ সালে কেরালার পালাক্কাদ জেলায় জন্ম। কবি ও শিক্ষাবিদ । খুব অল্প বয়স থেকেই তার লেখালেখির শুরু। মাতৃভাষা মালয়ালমের পাশাপাশি কবিতা লেখেন ইংরেজিতেও । কল্পনা আর বাস্তব, মিথ আর আধুনিকতা মিলেমিশে যায় তার কবিতায়। মালয়ালম্ ভাষায় তার প্রথম ২০০১-এ। ২০১৩-এ প্রকাশিত হয় তার প্রথম ইংরেজি কবিতা সংকলন “ড্রেঞ্চড্ বাই দ্য সান”। এ ছাড়াও দেশের ও বিদেশের নানান পত্রপত্রিকায় তার বেশ কিছু কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার কবিতার স্বীকৃতি হিসেবে ২০০২ সালে পেয়েছেন নন্দিতা কবিতা পুরস্কার কেরালার কলামণ্ডলমের পক্ষ থেকে তাকে ২০০৭-২০০৮ সালের জন্য ভাল্লাটল কবিতা পুরস্কারে ভূষিত করা হয়। ২০০৮ সালে মাদ্রাজ কেরল সমাজম-এর পক্ষ থেকে প্রদান করা হয় মাদ্রাজ কেরল সমাজম কবিতা পুরস্কার ।