শ্রীচৈতন্য : একালের ভাবনা
- তাপস বস
শ্রীচৈতন্য ৫২৫ আবির্ভাব বর্ষের স্মরণে প্রকাশিত হলো মহাপ্রভু ‘শ্রীচৈতন্য : একালের ভাবনা’। নামকরণেই স্পষ্ট সমসাময়িক প্রেক্ষিতে চৈতন্যদেবের মূল্যায়নের বিষয়টি। প্রবীন-নবীন, বিশেষজ্ঞ-বিদগ্ধ, অধ্যাপক-গবেষকের মিলিত প্রয়াসে চল্লিশটি প্রবন্ধে বিশ্লেষিত হয়েছে শ্রীচৈতন্যের নানা ভূমিকা। ষোড়শ শতাব্দীর রেনেসাস থেকে সাম্প্রতিক বাংলায় প্রতিবাদ-প্রতিরোধের আগুন যখন দ্বিগুণ হয়ে আমাদের মধ্যে জাগরূক হয় তখনও। চৈতন্য ছাড়া বাংলা সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, দর্শন — সবই অন্ধ-বন্ধ। এই গ্রন্থে অন্ধ-বন্ধ দরোজা খুলে দিয়েই মুক্ত মনের আন্তরিকতায় ঋদ্ধ হয়েছে আলোচনাগুলি।