সুচিত্রা ভট্টাচার্যের গল্পে বিদ্রোহী নারী
- কিরণময় পাল
কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ছোটগল্পে নাগরিক জীবনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা উঠে এসেছে। নারী হয়ে নারীর যন্ত্রনা তিনি মর্মে মর্মে অনুভব করেছিলেন। স্বভাবতই, তার সৃষ্ট নারী চরিত্রগুলি হয়ে উঠেছে তাঁর গল্পের প্রধান হাতিয়ার। তাঁর গল্পের মূল উপজীব্য – পুরুষের সাথে নারীর সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার নয়, সমন্বয় ও সহযোগিতার। নারী গর্জে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। নারীর এই বিদ্রোহী সত্তার প্রকাশে সুচিত্রা ভট্টাচার্যের গল্পগুলি নারী প্রগতি ভাবনার প্রকৃষ্ট দৃষ্টান্ত।
জন্ম ১৯৯০ সালের ১২ এপ্রিল পুর্ব বর্ধমান জেলার ভাতার থানার অর্গত নূতনগ্রামে। পড়াশোনা করেছেন ভাতার মাধব পাবলিক উচ্চবিদ্যালয়ে। পরবর্তীকালে বাংলা সাহিত্যের প্রতি গভীর অনুরাগবশত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন কাঁদরা রাধাকান্ত কুন্ডু মহাবিদ্যালয় থেকে বাংলা (সাম্মানিক) বিষয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন (২০১১)। তিনি ছোট থেকেই দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে চলার অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন। সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (২০১৩) পাঠক্রমে প্রথম শ্রেণিতে সসম্মানে উত্তীর্ণ হয়ে বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (২০১৮) গবেষণাকর্মে রত।