স্বাধীনতা উত্তর বাংলা উপন্যাস বৈচিত্র ও বিবর্তনে
- সুমিত মন্ডল , শিবপ্রসাদ গরাই
স্বাধীনােত্তর পর্বে বাংলা উপন্যাস বলতে স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের অন্তর্গত উপন্যাসগুলিকে বুঝেছি। স্বাধীনােত্তর পর্বের উপন্যাস এসেছে যারা দীর্ঘদিন সমাজে নানাভাবে উপেক্ষিত, উৎপীড়িত এবং বঞ্চিত, নীপিড়িত ও শােষিত। বাংলা কথাসাহিত্যে এই শ্রেণীর মানুষের অবস্থান কোথায় তা জানতে আমাদের কৌতুহলও আছে। আমাদের বঙ্গীয় দেশে এবং সমাজে যারা শুধু দিলে, পেলে না কিছুই, যারা ধনীদের সমৃদ্ধি ও সুখের জন্যে প্রতিনিয়ত নির্যাতিত, অত্যাচারিত ও লাঞ্ছিত হয়ে আসছে, স্বাধীনােত্তর পর্বে বাংলা উপন্যাসে তাঁদের জীবনযাত্রার মান, সামাজিক অবস্থান কেমন ভাবে অতিবাহিত হচ্ছে। ঔপন্যাসিকদের দৃষ্টিতে তাদের অর্থনৈতিক অবস্থা এবং তাঁদের জীবনের বিভিন্ন দিক কিভাবে প্রতিনিয়ত চালিত হচ্ছে সেই কথা ব্যক্ত হয়েছে।
সুমিত মন্ডল
শিবপ্রসাদ গরাই