স্বর্ণকুমারী ও বাংলা সাহিত্য
- পশুপতি শাশমল
অনুপ্রেরণায় বাংলা সাহিতা প্রাঙ্গণে স্বর্ণকুমারী দেবীর আবির্ভাব। তাকে নিয়ে একটি মহৎ গবেষণামূলক গ্রন্থের নাম "স্বর্ণকুমারী ও বাংলা সাহিত্য"। গ্রন্থটি দীর্ঘদিন দুংপ্রাপ্য ছিল। বঙ্গীয় সাহিত্য সংসদের উদ্যোগে এখন আবার তা প্রকাশিত হল। এই গ্রন্থে গবেষণার পূর্বরূপকে অক্ষুণ্ন রেখে গবেষকের আরো পরবর্তীকালের চিন্তামূলক লেখাকে স্থান দেওয়া হয়েছে। তার ফলে মানের উৎকর্ষে ও অভিনবত্থে এই বই হয়ে উঠেছে অনন্য।