তারাশঙ্করের উপন্যাস লোকায়ত পাঠ
- গুরুপ্রসাদ দাস
বাংলার গ্রাম জীবনের সার্থক রূপকার তারাশক্কর বন্দ্যোপাধ্যায়ের মনন ও মানসকে বাংলার, বিশেষত রাটবাংলার লোকায়ত সংস্কৃতির চিরন্তন ধারাটি নানাভাবে প্রাণিত ও প্রভাবিত করেছিল। তাই রাঢের লোকজীবনের, লোকমানসের কথা, ব্রত, উৎসব-অনুষ্ঠান, বিশ্বাস-সংস্কার ইত্যাদি অবলীলাক্রমে ঠাই করে নিয়েছে তার উপন্যাসমালায়। এইসব বিবিধ লোকসাংস্কৃতিক উপকরণ উপন্যাসগুলিতে সঞ্ারিত করেছে এক ভিন্নতর জীবনবোধ, এক অনন্যসাধারণ নান্দনিক সৌন্দর্য । বর্তমান গ্রন্থের পনেরোটি প্রবন্ধে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচিত হয়েছে দেশীয় লোকায়ত সংস্কৃতি ও এতিহ্যের প্রতি তারাশঙ্করের অনুরাগ আর আকর্ষণের ইতিবৃত্তটিই।