ত্রিপুরায় নারীর কলমে বাংলা ছোটগল্প চর্চার সূচনা ও বিস্তার
- টিটন রুদ্র পাল
ত্রিপুরার বাংলা সাহিত্যাঙঈনে বহু গল্পকারের সাক্ষাৎ পাওয়া যায়। সেখানে নারী পুরুষ নির্বিশেষে গল্প রচনা করে চলেছেন। তবে এই রাজ্যের পুরুষ গল্পকারদের নিয়ে যতটা চর্চা হয়েছে সে তুলনায় নারীদের গল্জের চর্চা তেমনভাবে হয়নি। অথচ ত্রিপুরার আর্থ-সামাজিক, রাজনৈতিক ইত্যাদি নানাবিধ পটভূমিতে তাদের বেশিরভাগ গল্পের উদ্ভব। তাছাড়া ত্রিপুরায় কলমে যেভাবে উঠে এসেছে তাও লক্ষণীয় বিষয়। এইসব বিচিত্র বিষয় নিয়ে নারীর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে গল্প লিখে চলেছেন ত্রিপুরার লেখিকারা। সমাজ কিভাবে নিজ সৃষ্টিতে ত্রিপুরার বাংলা ছোটোগল্প চর্চার সূচনা থেকে দীর্ঘদিন পর্যন্ত সমকালীন সমাজ ও সময়ের নাগপাশে আবদ্ধ মানবজীবন আলেখ্য বিশ্লেষণের প্রয়াস স্বরূপ আলোচ্য গ্রন্থ।