উত্তরবঙ্গ চর্চা
- বিপুল মণ্ডল
উত্তরবঙ্গের মধ্য ও আধুনিক যুগ এর ইতিহাস, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, সমাজ, বিদ্রোহ, শিল্পকলা, ধর্ম ও সমাজসংস্কার বিষয়ক বিবিধ তথ্যসমৃদ্ধ গ্রন্থটি জীবন ও সংস্কৃতির এক নবরূপায়ন। স্মরণাতীত কালের ঘটে যাওয়া ঘটনা প্রবাহ অবলম্বন করে অসংখ্য কাহিনী, কিংবদন্তি ও জনশ্রুতি এই ভূ-খণ্ডের ধূলোয় মিশে আছে। গৌরবময় ইতিহাসের ফেলে আসা দিন, পরম্পরা, সমৃদ্ধি ও ঐতিহ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ ও বস্তুনিষ্ঠ পুনর্গঠনের ভিত্তিতে গড়ে উঠেছে এই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক জীবনের চিত্রপট যা মানবতার স্বরূপকেই তুলে ধরে। উত্তরবঙ্গ চর্চা, কৃষক ও গণমুখী আন্দোলন, মুসলিম রাজত্বকালে পীর-গাজী-দরবেশ, প্রত্নসংস্কৃতি, দেশভাগ, উদ্বাস্তু ও পুনর্বাসন, শিক্ষাব্যবস্থা, ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর একটি নির্ভরযোগ্য পরিচয় ফুটে উঠেছে এই গ্রন্থে।
জন্ম ৯ জুলাই, ১৯৭৭, বর্তমান বাংলাদেশের বিক্রমপুর জেলায়। শিক্ষা : গ্রামের বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক, নক্সালবাড়ী নন্দপ্রসাদ উচ্চবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক (১৯৯৬), শিলিগুড়ি কলেজ থেকে ইতিহাসে সাম্মানিক স্নাতক (১৯৯৯), উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী (২০০১), আন্নামালাই বিশ্ববিদ্যালয় থেকে এম. ফিল. ডিগ্রী (২০০৯) এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে Political Science with Rural Administration-এ (২০১২) আরেকটি স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। কর্মজীবন শুরু ২০০২ সালে ফাঁসিদেওয়া উচ্চ বিদ্যালয়ে। ২০০৫ সালে উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে যোগদান ও সেখানেই অধ্যাপনারত আছেন। আন্তর্জাতিক, জাতীয় ও আঞ্চলিক স্তরে অনেক পত্রপত্রিকায় তার অনেক লেখা প্রকাশিত হয়েছে।