উত্তরবঙ্গের লোকনাট্য ও সমাজজীবন
- শিশির মজুমদার
মালদহ থেকে কোচবিহার দিনহাটা ছাড়িয়ে আসাম সীমান্ত পর্যন্ত উত্তরবঙ্গের যে ভোগলিক সীমানা সেখানে বসবাস করেন যে জনজাতি তীরা বঙ্গসংস্কৃতিতে স্বল্পজ্ঞাত, স্বল্পালোচিত। তারা কোথাও দেনি, পলি কোথাও সেচ, রাঙা, রাজবংশী নামে পরিচিতি । অগ্রহায়ণ-পৌষে নবান্নের যা নৃত্য-গীত ও সংলাপ সমৃদ্ধ। সেখানে ফুটে ওঠে তাদের সুখ-দুঃখে ভরা সমাজজীবনের কথা। গ্রস্থটেতে সেই জীবনের কথা নানাভাবে প্রকাশিত ৷ গ্রন্থটি লেখকের দীর্ঘ গবেষণার ফসল।
শিশির মজুমদার