বিদ্যাসুন্দর কাব্যধারা : ঐতিহ্য ও উত্তরাধিকার
- কেয়া চট্টোপাধ্যায়
মধ্যযুগের প্রবল দেবানুগত্য জন্ম দিয়েছিল মঙ্গল কাব্যধারার। তথাপি এই একই সময়ে নর-নারীর পার্থিব প্রণয়কে কেন্দ্র করে বেশ কিছু কবি কাব্যচর্চায় নিমগ্ন হয়েছিলেন। যেখানে দৈবী অনুগ্রহ লাভে ধন্য জীবন যন্ত্রনায় নিষ্পেষিত মানব-মানবীর চিত্র অঙ্কিত হয়নি। পরিবর্তে স্থান পেয়েছে নায়ক-নায়িকার দুর্বার প্রেম ও কামের যুগলবন্দি। ‘কালিকামঙ্গল’ কাব্যের আধারে পরিবেশিত “বিদ্যাসুন্দর” এমনই একটি মানবিক প্রণয়রস সমৃদ্ধ কাব্য। কাব্যটি সমকালীন বাংলা সাহিত্যকে কতখানি প্রভাবিত করেছিল এবং আধুনিক যুগে তা কতখানি সুবিস্তৃত হতে পেরেছিল; এই গ্রন্থে তারই একটি রূপরেখা অঙ্কন করা হয়েছে।