কৃষ্ণা বসুর কবিতায় মেয়েদের কথা
- রুম্পা ভদ্র
মকালীন নারী ভাবনা কবি কৃষ্ণা বসু বাংলা সাহিত্য জগতে একটি স্বতন্ত্র চিহ্নিত গ্রন্থ কৃষ্ণা বসুর নারীকেন্দ্রিক ভাবনার প্রতিফলন আমরা তাঁর কাব্য কবিতায় পাই তাকেই সযতনে তুলে ধরা হয়েছে এই গ্রন্থে সমাজ দেশ রাষ্টের পালাবদলের সঙ্গে তাল মিলিয়ে মেয়েদের বাইরের জগতে এসেছে আলোড়ন কারী পরিবর্তন অন্তঃপুরে ও চলছে আত্মপ্রতিষ্ঠার লড়াই ঘরে ও বাইরে নারীর আত্মপ্রতিষ্ঠা আমিত্বের পথের দিশা দেখানোই হল এ গ্রন্থের উদ্দেশ্য
কবিতাকে ভালোবেসেই এবং শ্রী পত্রিকা সম্পাদনার হাতেখড়ি হয়েছিল ২০১৪- এ এরপর একে একে ছোট গল্প কবিতা কিংবা প্রবন্ধ প্রকাশিত হয়েছে নানান পত্রিকা ২০১৬ তে রুম্পার লেখা বই বনফুলের নির্বাচিত ছোটগল্প রূপরেখা প্রকাশ পেয়েছে সম্প্রতি রুম্পা তার গবেষণা কাজ সম্পন্ন করেছে গবেষণার বিষয় প্রতিবাদী নারী ভাবনা কবি কৃষ্ণা বসুর ভালো লাগার বিষয় আত্মবীক্ষণ ও আত্মমনন