লোক সংস্কৃতি চর্চা ও চর্যা
- দেবশ্রী সরকার
লোকসংস্কৃতি শব্দটির প্রথমেই আছে লোক শব্দটি যার অর্থ মানুষ বা ব্যক্তি গ্রাম অথবা শহর যে কোন অঞ্চলে তার বসবাস স্থল হতে পারে কিছুকাল পূর্বে মানুষের মনে ধারণা ছিল লোক সংস্কৃতি শুধু গ্রামীণ সমাজে সীমাবদ্ধ তবে বেশ কয়েকজন শুভানুধ্যায়ী পন্ডিত বর্গের উৎসাহে বর্তমান সময়ে লোক সংস্কৃতি বিষয়টি একটি অন্যতম চর্চার ক্ষেত্র হয়ে উঠেছে নতুন প্রজন্ম লোক সংস্কৃতির প্রতি শোক প্রকাশ করে বিভিন্ন গবেষণা মূলক কর্মকান্ডে ব্রতী হয়েছেন যার ফলে লোক সংস্কৃতি চর্চা নামক বনস্পতি টি আর ও দ্রুততার সঙ্গে তার শাখা-প্রশাখা বিস্তার করে চলেছে এই গ্রন্থে উনিশ শতক থেকে বর্তমান শতাব্দি পর্যন্ত বাংলা লোক সংস্কৃতি চর্চার বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়েছে
ছাত্রাবস্থা থেকেই ক্ষেত্রসমীক্ষা তৎপর।লোক সংস্কৃতির প্রতি বিশেষভাবে অনুরাগী কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এর অধীনে গবেষণারত বর্তমানে শিলিগুড়ি মহাবিদ্যালয় অতিথি অধ্যাপিকা রূপে কর্মরত।