অদ্বৈত মল্লবর্মণ ও বাংলার লোক সংস্কৃতি
- মিলনকান্তি বিশ্বাস
লোকসংস্কৃতিবিদ্যার চর্চা ও অনুশীলন একটি স্বতন্ত্র শিক্ষাগত শৃঙ্খলা। যাঁরা নীরবে এই বিদ্যাচর্চার সাধনা করেছেন, অদ্বৈত মল্লবর্মণ তাঁদের মধ্যে অন্যতম। অন্যান্য সাধকদের থেকে তিনি স্বতন্ত্র। কারণ, অদ্বৈত নিজেই ছিলেন মালো সম্প্রদায়ের সন্তান। লোকসংস্কৃতির উপাদান সংগ্রহ ও চর্চার ক্ষেত্রে তার অভিজ্ঞতা, নিষ্ঠা ও সততা ছিল প্রশ্নাতীত। লোকায়ত জীবন ও সংস্কৃতিকে নিয়ে যাঁরা পরিশীলিত বা শিষ্ট সাহিত্যের আধুনিক নানা শাখায় বিচরণ করেছেন, তাদের মধ্যেও অদ্বৈত ব্যতিক্রম। এক্ষেত্রে তার অসাধারণ প্রতিভার পরিচয় পাওয়া যায়। অদ্বৈতের এই উভয় প্রতিভাকে ‘অদ্বৈত মল্লবর্মণ ও বাংলার লোকসংস্কৃতি’ গ্রন্থে অন্বেষণ করার চেষ্টা করা হয়েছে। বাংলার লোকসংস্কৃতি চর্চার ক্ষেত্রে এবং অদ্বৈত মল্লবর্মণের প্রতিভার পুনর্মূল্যায়নের ক্ষেত্রে এ গ্রন্থের অবদান-অপরিসীম।
শ্রী মিলনকান্তি বিশ্বাস। জন্ম ১৯৭৪, ১৮ মার্চ। পিতা শ্রীসুভাষচন্দ্র বিশ্বাস, মাতা শ্ৰীমতী বনবিবি বিশ্বাস। কলকাতার সেন্টপলস ক্যাথিড্রাল মিশন কলেজ থেকে বাংলায় সাম্মানিক (১৯৯৫)। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর (১৯৯৭)। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অদ্বৈত মল্লবর্মণের উপর পি.এইচ.ডি.(২০০৮)। সেন্ট পলস্ ক্যাথিড্রাল মিশন কলেজে আংশিক সময়ের অধ্যাপনা (১৯৯৯ – ২০০৮)-র, পাশাপাশি মগরাহাট কলেজ ও হেরম্বচন্দ্র কলেজে আংশিক সময়ের অধ্যাপনা। ২০০৪-এ বিশ্বভারতীর বাংলা বিভাগে স্থায়ী পদে অধ্যাপক হিসাবে যোগদান। গবেষণার ক্ষেত্র অদ্বৈত মল্লবর্মণ, লোকসংস্কৃতি, প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য, ভাষাতত্ত্ব, রবীন্দ্রনাথ ইত্যাদি। বিভিন্ন বিষয়ে ত্রিশেরও বেশি প্রবন্ধ লিখেছেন।