অলোক সম্পাতে নজরুল : একুশতকের মননে
- মোনালিসা দাস
দেশকালের পরিধি অতিক্রম করে বারবার যে-সাহিত্যিকেরা পুনর্জীবিত হয়েছেন কাজী নজরুল ইসলাম তাদের অন্যতম। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার পরে যতদিন গেছে পুনরাবিষ্কৃত হয়েছেন তিনি। একুশ শতকের সঙ্গে তাঁর সমকালের পার্থক্য অনেক। কিন্তু এখনও তার লেখা থেকে জ্যোতিঃস্ফুলিঙ্গের মতো নতুন ভাবনা মনকে দীপ্ত করে তোলে। একুশ শতকের কালপর্বের মধ্যে রচিত দুই বাংলার বিশিষ্ট বিদ্যাজীবী ও গবেষকদের লিখিত ষোলোটি নিবন্ধের এই সংকলনে তাঁকে অনেক নতুন দিক থেকে অনুভব করা যাবে। বিশেষ গুরুত্বপূর্ণ সংযোজন ‘তরুণের স্বপ্ন’ পত্রিকার কাজী নজরুল ইসলাম বিশেষ সংখ্যার পুনর্মুদ্রণ। এটি প্রকাশিত হয়েছিল স্বাধীনতার ঠিক পরের বছর এবং বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত প্রথম বিশেষ সংখ্যা। বিষয়ের বৈচিত্র্য এবং বিশ্লেষণের স্বাতন্ত্র্যে এই গ্রন্থ সর্বস্তরের পাঠককে সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি।
জন্ম ৩ অক্টোবর ১৯৭৮। পুর্ব প্রজন্মের শিকড় প্রোথিত বাংলাদেশের ময়মনসিংহ জেলার টাঙ্গাইলে। দেশভাগের পর বসবাস নদিয়া জেলার পায়রাডাঙায়। জন্ম নদিয়া জেলার কল্যাণীতে। কলাণী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্য এবং শিক্ষাবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর; এম.এড., এম.ফিল. এবং বিশ্বভারতী থেকে পি.এইচ.ডি.। দশ বছর একাধিক বি.এড. কলেজে শিক্ষকতার পর বর্তমানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল-এর বাংলা বিভাগের অধ্যাপক। পত্রপত্রিকায়।নিয়মিত প্রবন্ধ লিখে থাকেন। বাংলাদেশ সহ ভারতে জাতীয় ও আন্তর্জাতিক আলোচনা-চক্রে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নিয়েছেন। গবেষণাকর্মসহ বিভিন্ন আলোচনা-চক্রে বক্তা হিসেবে বাংলাদেশে নিয়মিত যোগাযোগ। বাংলাভাষা ও সাহিত্যের পাশাপাশি শিক্ষাবিজ্ঞান পছন্দের বিষয়। ভালোলাগার বিষয় নাটক, রবীন্দ্রনাথ, নজরুল ও শিশুসাহিত্য। বর্তমানে বিশেষ চর্চার ক্ষেত্ৰ কাজী নজরুল ইসলাম-এর জীবন ও সৃষ্টি।