আমিও ওথেলো হবো
- বর্ণশ্রী বক্সী
‘আমি ওথেলো হবো’ বইটির মধ্যে যে কাব্যমালা গাঁথা হয়েছে তা প্রেমের আবেগে ভেসে যেতে যেতে জীবনের নানা দিককেও ব্যঞ্জিত করেছে। মুলত রোমান্টিক ভাবনার স্বচ্ছন্দ বিহার এই কাব্যগ্রন্থ। জীবনের পরতে পরতে জড়িয়ে থাকা ভালবাসাকে কবি সন্তর্পণে অনুভূর্তির কোলাজে তুলে ধরেছেন। আর যাপন যেহেতু বাস্তব থেকে দূরের হতে পারে না তাই মৃদুল নরম কবিমনে সময়ের ভগ্নাংশও মূর্ত হয়ে উঠেছে।
কবিতার সঙ্গে নাড়ীর টান। রক্তের স্রোতে যেন কেবলি কবিতার প্রবাহিত সংগীতের মাধুর্য চেতনাকে আবিষ্ট করে রাখে। জন্ম উত্তর ২৪ পরগনার সোদপুরে। বাবার চাকরির সুত্রে শৈশব কাটে উত্তরবঙ্গে, তারপর আসামের বরাক উপত্তকায় কৈশোর থেকে বর্তমান। কবিতার প্রতি ঐকান্তিক ভালবাসায় পি. এইচ.ডি.- গবেষণা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়েই। বরাকের বদরপুরের নবীন চন্দ্র কলেজে সহকারী অধ্যাপিক হিসেবে কর্মরত। লেখালিখি আর পড়াশোনাতেই জীবন-পথ পরিভ্রমণ। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘রবীন্দ্রকাব্যের চলিষ্ণু’।