অণুগল্পকার নরেন্দ্রনাথ মিত্র ও স্বপ্নময় চক্রবর্তী
- ব্রজ সৌরভ চট্টোপাধ্যায়
আদিতে অরণ্যচারী, তারপর গুহাবাসী। রোটি-কাপড়া আর মকান বাদে মানুষের হাতে জমল কিছুটা সময়। সৃষ্ঠিশীলতার সেই প্রথম পাঠ। বিবর্তনের ধারায় দ্রষ্টা মানুষ পেল স্রষ্টার ভূমিকা। শুরু হল গল্প বলা। কখনও সমুদ্র তাকে মোহিত করল, কখনও সামান্য শিশিরবিন্দু প্রেরণা দিল নতুন সৃষ্টিকর্মে। আবহমান এই ধারা বিবর্তনের ভিতর আমাদের আলোচনার দৃষ্টি, উল্লিখিত শিশিরবিন্দুর প্রতিটি অণু-পরমাণুর প্রতি - এককথায় অণুগল্পে প্রতি। প্রায় অনালোচিত নরেন্দ্রনাথ মিত্র ও এই সময়ের অন্যতম অণুগল্পকার স্বপ্নময় চক্রবর্তীর অনুগল্পগুলি সম্পর্কে ভাবনা ও বিশ্লেষণ লিপিবদ্ধ হয়েছে এই ক্ষুদ্র পরিসরে। উঠে এসেছে অণুগল্প সম্পর্কে বিভিন্ন অভিমত। আগামী বিশ্বে অণুগল্প-ই যে হয়ে উঠতে চলেছে অন্যতম সাহিত্য ও গবেষণার কেন্দ্র —এই বই সেই সম্ভাবনারই প্রবেশক মাত্র।
২০১০ সালে স্নাতক স্তরে বিশ্বভারতী বাংলা বিভাগে ভর্তি । ২০১৩ সালে স্নাতক, ২০১৫ সালে স্নাতকোত্তর ও ২০১৭ তে এম.ফিল. উত্তীর্ণ। নাট্যোৎসাহী। নিজের নাটকের দল ‘সহজযান’। কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘মধ্যবর্তী’; ‘উনিশকুড়ি’; ‘একুশে কবিতা’; ‘অঙ্গীকার’; ‘বীরুৎজাতীয়’; ‘কালি ও কলম’; ‘নতুন কৃত্তিবাস’; ‘মাসিক কৃত্তিবাস’ প্রভৃতি পত্রপত্রিকায়।