আর্থ-সামাজিক শ্রেণিকথন : সুবোধ ঘোষের কথাসাহিত্য
- তন্দ্রা পাল
পাঠকবর্গের কাছে কথাসাহিত্যের আকর্ষণ চিরন্তন। পাঠকমাত্রই স্বীকার করবেন সময়ের সঙ্গে সাহিত্যের বৈশিষ্ট্য ও শৈলী পাল্টেছে। বিশ শতকের মধ্যভাগের বাংলা সাহিত্যের খ্যাতনামা কথাসাহিত্যিকদের মধ্যে সুবোধ ঘোষের রচনা, বিশেষত গল্প-উপন্যাস উল্লেখযোগ্য স্বাতন্ত্র্যর দাবি রাখে। তাঁর রচনায় সমাজ-শ্রেনি ও তার বিন্যাস এক বিশেষ বরন-কথন বৈশিষ্ট্য নির্দেশ করে। এই বৈশিষ্ট্যের নিরিখে সমাজে বিত্ত-ভিত্তিক শ্রেণি বিভাজন ও তার স্বরূপকে প্রকাশ করবার যৎসামান্য প্রয়াসের ফলই হল এই গ্রন্থের মূল উপজীব্য।
জন্ম : ১৯৭৬।
অধ্যয়ন : বর্ধমান উইমেন্স কলেজ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়।
বিষয় : বাংলা ভাষা ও সাহিত্য। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ২০০৪ এবং পি.এইচ.ডি. -২০১৫। অগস্ট ২০০২-এ মুর্শিদাবাদের বহরমপুর হিন্দুস্থান শিক্ষাদারী বালিকা বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা। এপ্রিল ২০০৫ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ চন্দ্রপুর কলেজে অধ্যাপনা। সপরিবারে বর্ধমান শহরে বসবাস। বিভিন্ন পত্র পত্রিকায় গবেষণামূলক লেখালেখির সঙ্গে দীর্ঘদিন যুক্ত।