অসীম রায় : জীবন ও শিল্প
- বন্দনা পাল
চল্লিশের দশকের ভারতীয় রাজনীতির এক সংক্ষুদ্ধ, দ্বন্দ্বমুখর, টালমাটাল সময়ের সঙ্গে যাঁরা পথ হেঁটে চলেছেন মননশীল লেখক অসীম রায় (১৯২৭ – ১৯৮৬) তাদেরই একজন। এই দশকের দুর্ভিক্ষ , দাঙ্গা, দেশভাগ তাকে কবিতার জগৎ থেকে গদ্যে নিয়ে এল একদিন হঠাই। সমাজ, সময়, সর্বোপরি ব্যক্তিমানুষের এই সার্বিক পরিবর্তনের রূপচিত্রটি তিনি দক্ষতায় ও দরদে এঁকেছেন ‘একালের কথা’ (১৯৫৩) থেকে ‘কচ ও দেবযানী’ (১৯৮২) তে। রয়েছে রাজনৈতিক ভাবনাকেন্দ্রিক ছোটগল্প ‘আরম্ভের রাত’, ‘অনি’, ‘শ্রেণীশত্রু’র মত অনন্য গল্প। বহির্বঙ্গের পটভূমিকায় গল্পগুলিতেও রয়েছে ব্যক্তিমানুষের অদম্য লড়াই। ব্যক্তিজীবন ও ব্যক্তিঅভিজ্ঞতাকেন্দ্রিক গল্প। লেখক অসীম রায় হুবহু নিজের ব্যক্তিজীবনকে তুলে ধরেছেন। তার প্রবন্ধগ্রন্থ রবীন্দ্রনাথ ও তার উত্তরাধিকার গ্রন্থে এই মননশীল গদ্যলেখককে অন্যরূপে দেখি। এখানেও বিষয়ের বৈচিত্র্য পাঠককে ভাবায়। রবীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলা সাহিত্যের কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার, বিদেশি ঔপন্যাসিকদের নিয়ে আলোচনায় সমৃদ্ধ তাঁর প্রবন্ধ। অথচ অসীম রায় বহু-আলোচিত লেখক নন। তাই তার জীবন ও সাহিত্য নিয়ে বিস্তৃত আলোচনার চেষ্টা করা হল এই গ্রন্থে।
জন্ম ১নভেম্বর ১৯৫৯, উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। আদি নিবাস পূর্ববঙ্গ ময়মনসিংহ। বসিরহাট হরিমোহন দালাল উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক। টাকী সরকারি মহাবিদ্যালয়ে বাংলা সাম্মানিক নিয়ে স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ., যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ও পি.এইচ.ডি.। অধ্যাপনা – বসিরহাট কলেজ (আংশিক সময়), টাকী সরকারি মহাবিদ্যালয় (আংশিক সময়), দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় (লিয়েন),অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের গোয়েঙ্কা কলেজ সেন্টারে কাউন্সেলর।