আত্মকথায় রবীন্দ্রনাথ
- অনুপম নস্কর
জীবন যেরকম জীবনকে যদি সেরকম ভাবেই ধরে রাখা যেত তবে হয়তো ভালো হত ! কিন্তু শত প্রকোষ্ঠে কতই না নুড়ি-স্পন্দন, যতটা না ছোঁয়া, তার থেকে না ছুঁতে পারার মর্মবেদনাই বেশি। তাইতো শুধু ছবি নয়, লেখনীর রং-তুলিতে স্মৃতি চারণায় বিমুগ্ধ হন শিল্পী। জীবন ছাপিয়ে ওঠে যেন ‘জীবনস্মৃতি ও ছেলেবেলায়’। এই গ্রন্থে ঐ স্মৃতিরই মর্মিক শ্রোতা হয়ে উঠি আমরা।