বৈষ্ণব কাব্যের কবিভাষা
- সুশান্তকুমার চাকু
মধ্যযুগের বাংলা কাব্যধারায় চৈতন্য-পূর্ব, সমসাময়িক এবং পরবর্তীকালের যে বিপুল বৈষ্ণব সাহিত্য তাপ এখনও আমাদের বিস্মিত করে। পদাবলীর লোকায়ত সৌরভ যেমন জীবন প্রবৃত্তিকে নাড়া দেয়, তেমনি এর দর্শন সম্মত আবেদনও পদকর্তাদের অসামান্য প্রতিভায় স্বয়ংদীপ্ত। পদাবলীর ভাষা-ছন্দ-অলঙ্কার ও চিত্রকল্প সমন্বিত কবিভাষা ও কবিব্যক্তিত্বের প্রবণতাকে আলোচ্যগ্রন্থে তুলে ধরার প্রয়াস করা হয়েছে।