বনফুলের ছোটগল্পের শিল্পনির্মান
- সুবল কান্তি চৌধুরী
বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক বনফুল ওরফে বলাইচাদ মুখোপাধ্যায় নিজস্ব শৈলীতে নিজেই একটি ঘরানা সৃষ্টি বনফুলীয় ঘরানা। বাংলা ছোটগল্পের বাঁক ফেরানো এই লেখকের বিষয়ের বিভিন্নতা, প্রকরণের অভিনবত্ব, জীবন ব্যাখ্যার সাবলীলতা ও স্বচ্ছতা, ভাষার আটসাট বাধন, সংলাপে আশ্চর্যজনক প্ররিমিতিবোধ পাঠককৃলকে অভিভূত 'করে। পেশায় চিকিৎসক নেশায় সাহিত্যিক এই লেখকের ছোটগল্পের শিল্পনির্মাণের এই গ্রন্থে ।
পিতা শিব প্রসাদ চৌধুরী, মাতা প্রমীলা চৌধুরী (নাগ), জন্ম - বাড়ইবাড়ি, হেমতাবাদ, উত্তর দিনাজপুর, ২-রা জানুয়ারি, ১৯৭৭ শ্রীস্টাব্দ। শিক্ষা _ স্নাতক, বাংলা, রায়গঞ্জ কলেজ ইউনিভার্সিটি কলেজ), স্নাতকোত্তর বাংলা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে । পিএইচডি. উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে । বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী-অধ্যাপক হিসেবে কর্মরত। চর্চার, প্রধানত বিষয় সাহিত্য, ভাষা, উপন্যাস ও ছোটগল্প, বাংলা সাহিত্য-বিষয়ক নানা তত্ব, লোকসংস্কৃতি ও লোকসাহিত্য, মননশীল প্রবন্ধ, ইতিহাস প্রভৃতি। বিভিন্ন বিষয়ের প্রবন্ধ রচয়িতা। “রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের পথে ভাবে, অনুভবে গ্রন্থের রচয়িতা, সম্পাদিত গ্রন্থ 'রমাপদ চৌধুরী : বাংলা আ্যাবসার্ড নাটক" (বিংশ-একবিংশ শতাব্দী), “বাংলা কাব্য-কবিতায় মিথ পুরাণ” 'একুশ শতকের বাংলা ছোটগল্প : মননে ও চিন্তনে*। এছাড়া বহু বিচিত্র মননশীল প্রবন্ধ সম্পাদিত গ্রন্থে ও পত্র-পত্রিকায় প্রকাশিত। শিল্পকলার মধ্যে গান, তবলা, আর্ট চর্চা করেন। এছাড়া কবিতা ও গল্প লেখা চর্চা করেন। বিভিন্ন রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ ও প্রবন্ধ পাঠ করেছেন। বিভিন্ন পত্রিকা ও সংস্থার উপদেশক ও আজীবন সদস্য।