বাংলা শিশুসাহিত্য : রায়বাড়ি ও পরম্পরা
- তিস্তা দত্ত রায়
বাংলা সাহিত্যে অপেক্ষাকৃত কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলা শিশুসাহিত্য। উনিশ শতকের প্রারম্ভে আধুনিক বাংলাসাহিত্যের সঙ্গে সঙ্গে বাংলা শিশুসাহিত্যেরও সূচনা হয়। আর এই ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রায়বাড়ির নাম। আধুনিক শিশুসাহিত্যের সূচনালগ্ন থেকে বয়ে চলা ধারাকে রায়বাড়ির বিখ্যাত তিনপুরুষ ও অন্যান্যরা কীভাবে এগিয়ে নিয়ে গেছেন এই গ্রন্থে সেবিষয়েরই অনুসন্ধান করা হয়েছে।
পিতৃপুরুষ সূত্রে শিকড় প্রোথিত পূর্ববাংলার ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে। দেশভাগের পরে পৈতৃকনিবাস মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারের মণীন্দ্রনগর কলোনিতে। জন্ম ও স্নাতকস্তর পর্যন্ত শিক্ষা দুর্গাপুরে, স্নাতকোত্তর পাঠ ও গবেষণা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয়ে অংশকালীন অধ্যাপিকা হিসাবে অধ্যাপনা-জীবন শুরু। এরপর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ পার হয়ে বর্তমানে স্থায়ী অধ্যাপিকা। হিসাবে রামপুরহাট কলেজে কর্মরত। পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখে থাকেন। সহ-সম্পাদক হিসেবে বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। পছন্দের বিষয় – শিশুসাহিত্য ও উনিশ শতক।