বাঙালির আমি
- স্বপনকুমার মন্ডল
বাংলা ও বাঙালির ইতিহাস নিয়ে চর্চার শেষ নেই । অথচ সাধারণে্যে বাঙালির বাঙালিত্ব নিয়েই বহুমুখী কৌতূহল নানাভাবে মুখর হয়ে আসে। বাঙালির অস্তিত্ব শুধুই কি মাছে-ভাতে আর ধুতি-পাঞ্জীবিতে? না-কি ঘরকুনো অলস কর্মবিমুখ বাঙালি শুধু ভাববিলাসী হয়েই জীবন কাটায়? বাঙালির এরকম রসনাতৃপ্তি থেকে রসাস্বাদন নিয়ে হরকিসিমের প্রশ্ন বা মননবিলাস থেকে যাপনচিত্র নিয়ে কত জিজ্ঞাসা কতভাবেই না উঠে আসে, তার ইয়ত্তা নেই। সেই লক্ষ্যে বাঙালির মানসেই একালের বিশিষ্ট প্রাবন্ধিক স্বপনকুমার মণ্ডলের 'বাঙালির আমি' বইটির অবতারণা। আম-বাঙালির “আম'-এর বহুরূপের মধ্যে তার 'আমি”-র স্বামীর হদিশেই তার লক্ষ্য আবর্তিত হয়েছে। অবশ্য এতে বাঙালির ইতিহাস নয়, বরং তার মানসিক ভূগোলটাই প্রাধান্য লাভ করেছে।