বাংলা ভাষা স্বর ও সংকট
- বেলা দাস, বিশ্বতোষ চৌধুরী
বিশ্বায়নের ফলে উদার পাশ্চাত্য সংস্কৃতির বিস্তারে অজস্র জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি বিপন্ন প্রায়। ভাষা ও সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বলেই সংস্কৃতির সঙ্গে সঙ্গে বিপন্ন আজ ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা রূপ। তাছাড়া প্রভাবশালী ভাষার আধিপত্য বিস্তারের ফলেও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাষার পরিবর্তন ঘটতে থাকে। একটা গোটা ভাষার অত্তিত্ত যখন এভাবে বিপন্ন হয় তখন তার অন্তর্নিহিত বহু স্বরিক দ্যোতনাও বিপন্ন হয় এই গ্রছ্থে উপস্থাপিত বিভিন্ন প্রবন্ধে এই বিষয়টি নানা দৃষ্টিকোণ থেকে আলোচিত হয়েছে।