বাংলা ছোট গল্প বিষয়ে ও বিশ্লেষণে
- সুব্রত রায়, অভিজিৎ সাহা
মহীয়সী স্বর্ণকুমারী দেবীর হাত ধরে ছোট ছোট গল্পের যে বীজ প্রোথিত হয়েছিল বাংলা সাহিত্যের বৃহত্তর চারণভূমিতে, তাকে অঙ্গীকার করে ও রবীন্দ্রনাথের সার্থকতাকে পাথেয় করে নিয়ে কয়েকজন শ্রেষ্ঠ গল্পকারের নির্বাচিত কিছু উল্লেখযোগ্য গল্পাশিত একটি সমালোচনামুূলক প্রবন্ধ সংকলন হল “বাংলা ছোটগল্প : বিষয়ে ও বিশ্লেষণে গ্রন্থটি। গল্পের ইতিহাসকে মাথায় রেখে এখানে উনিশ-বিশ শতকের পাশাপাশি সাম্প্রতিক কালের একাধিক গল্পকারের গল্পের ধারাবাহিক আলোচনাও স্থান পেয়েছে। সেই সঙ্গে গুরুত্ব পেয়েছেন বেশ কয়েকজন নারী গল্পকার, এমনকি বাংলাদেশের প্রথিতযশা সাহিত্যিকও। উত্তর পূর্বাঞ্চলের গল্পও বিশেষভাবে জায়গা করে নিয়েছে গ্রন্থমধ্যে সমমর্যাদার সঙ্গেই । এই প্রচেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতি দেয়।
সুব্রত রায়
অভিজিৎ সাহা