বাংলা ছোটগল্পে অসুস্থ ও প্রতিবন্ধী শৈশব
- সঞ্জয় কুমার দাস
যে যন্ত্রের কলকব্জাগুলি যে কোনো কারণে যে কোনো সময়ে বিকল হতে পারে। বিকলতাই অসুস্থতা ও প্রতিবন্ধকতার নামান্তর গ্রন্থটিতে পাঠক দেখতে পাবেন শৈশবের অসুস্থতা ও প্রতিবন্ধকতার ছায়া ছোটগল্প নামক সাহিত্য প্রকরণে কতখানি পড়েছে এবং সেই ছায়া নির্দিষ্ট গল্পগুলিকে পরিণতিময় করে তুলতে কী ভূমিকা নিয়েছে? গ্রন্থখানি পাঠে ভবিষ্যৎ শিক্ষার্থী-গবেষকগণ ছোটগল্প নিয়ে গবেষণার এক নবপথের সন্ধান পাবেন।
জন্ম ১৯৮৫ সালের ১৬ মে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার কুলিগ্রামে। পিতা সীতারাম দাস ও মাতা জয়ন্তী দাস। কুলিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে, শিক্ষানবিশির সুচনা এবং আসাম বিশ্ববিদ্যালয়ে বি.এড. ডিগ্রি লাভের মধ্য দিয়ে শিক্ষাজীবনের প্রাথমিক পর্বের সমাপ্তি। ২০১০ সালে আমতলা উচ্চবিদ্যালয়ে সহ-শিক্ষক (শলাতকোত্তর) রূপে যোগদান। পাণ্তিত্য ও অধ্যবসায় বছর তিনেক অর্জুনপুর ফ্রেগুস ইউনিয়ন লাইব্রেরির সম্পাদক। আমতলা হাইস্কুল ই.সি.সি.এস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ফারাক্কায় সাংস্কৃতিক জগতে এক চচিত নাম সঞ্জয়কুমার দাস। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য সৃজনী সম্মান ২০১৭ প্রান্তি। বর্তমানে রাঁচী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ননী ভৌমিক গবেষক। অন্যান্য প্রকাশিত প্রবন্ধাবলী ইতিহাস ও অমিয়ভূষণ” ধর্ম ও বিজ্ঞানের সহাবস্থান : শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খেলনাপাতি”, “ননী সাহিত্যে নারী : একটি আলেখ্য”।