বাংলা ধাঁধা : বহুকৌণিক দৃষ্টি
- আজিজুল হক মণ্ডল
গ্রন্থটিতে উঠে এসেছে বাংলার মানুষের জীবনচর্যার বহুমাত্রিক দিক। ধাঁধার স্বরূপ, গঠন, বিষয়বস্তু প্রভৃতি দিকগুলির সঙ্গে সঙ্গে লেখকের লেখনিতে ধরা পড়েছে ধাঁধা বলার বিশেষ ভঙ্গি এবং বাংলায় ধাঁধা চর্চার একটি রূপরেখা। সংস্কৃতির আন্তঃপ্রবেশী সীমা রক্ষার নীতি, পরিযায়ণ প্রবণতা এবং তার মধ্যে দিয়ে নিজের বিবর্তন, কিভাবে হয়ে থাকে তা বোঝা যাবে গ্রন্থটির ‘তুলনামূলক পদ্ধতি ও বাংলা হিন্দি ধাঁধা’ অংশটির মাধ্যমে। উৎসাহী পাঠক এবং লোকসংস্কৃতি গবেষকের ধাঁধা সংক্রান্ত বিভিন্ন তাত্ত্বিক জিজ্ঞাসার নিরসন ঘটাবে এই গ্রন্থটি।