বাংলা কথাসাহিত্য : চল্লিশের সমাজ ও সময়
- আসরফী খাতুন
চল্লিশের দশক রাজনৈতিক আর্থ-সামাজিক দিক দিয়ে এক উত্তাল ঝঞ্জা বিক্ষুব্ধ সময়। সেই উত্তাল সময় বাংলা তথা বাঙালীর জীবনের মান ও মূল্যবোধের উপর যে কি পরিমাণ বিপুল আঘাত হেনেছিল তার সুস্পষ্ট ও জীবন্তরূপ পাই বাংলা কথাসাহিত্যে। বিভিন্ন লেখক তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন শিল্পরূপ। সেই শিল্পরূপকে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন লেখক। চল্লিশের দশকের উল্লেখযোগ্য ঘটনা—দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত ছাড়ো আন্দোলন, মন্বন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, তেভাগা আন্দোলন বিভিন্ন ছোটগল্প ও উপন্যাসে কিভাবে এক চিরস্থায়ী ছাপ রেখে গেছে। আসরফী খাতুন তার মননশীল বিশ্লেষণী ভাবনায় তারই সজীবচিত্র তুলে এনেছেন।
বাঁকুড়া জেলার সোনামুখী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলা কথাসাহিত্যে পি.এইচ.ডি. করেছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় তার অজস্র গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত। ‘রবীন্দ্র সাহিত্যে সাধারণ মানুষ’ গবেষণাকর্মটিও পাঠক মহলে যথেষ্ট সমাদৃত। বর্তমানে ‘বাঙালি মুসলমানের সমাজ ও সংস্কৃতি’ বিষয়ক গবেষণাকর্মে নিযুক্ত। স্কুল জীবনে সাহিত্যে হাতেখড়ি। প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরাফুল’ (১৯৮৮)। গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, শিশুপাঠ্য প্রায় চোদ্দটি গ্রন্থ প্রকাশিত। এছাড়া তিনি শিশুদের জন্য ‘লালপরি নীলপরি’ নামে একটি পত্রিকা ২০০২ সাল থেকে সম্পাদনা করছেন। সাহিত্যের জন্য পেয়েছেন অজস্র পুরস্কার ও সংবর্ধনা।।