বাংলা কথাসাহিত্যে লোকায়ত ঐতিহ্যের অনুসন্ধান
- অর্ঘ্য ব্যানার্জ্জী, সেখ একরামুল হোসেন
লোকসংস্কৃতির ক্ষেত্রটি বৃহত্তর। লোকসংকস্কৃতি বলতে বোঝায় লোকসমাজে ব্যবহৃত নানা অনুষঙ্গগুলি অর্থাৎ বিভিন্ন কিংবদন্তি, কেন্দ্রীয় বিষয়। বাংলা কথাসাহিত্যে 'আছে। আধুনিককালের সূচনালগ্নের উপন্যাসিক বঙ্কিমচন্দ্ের উপন্যাস থেকে শুরু করে বর্তমানকালের কথাসাহিত্যিকদের অন্বিষ্ট লোকসংস্কৃতির বিচিত্র উপাদানগুলিকে সংগ্রহ করে লোকসংস্কৃতির বিশারদগণ ও তরুণ গবেষকরা তাকে সুনিপুন হস্তে প্রবন্ধে বূপায়িত করেছেন_যা বাংলা কথাসাহিত্যে লোকায়ত এতিহোর অনুসন্ধান শীর্ষক নির্বাচিত গবেষণাধর্সী পরিপুষ্ট দান করেছে। লোকসংস্কৃতি বিষয়ে আগ্রহী অনুসন্ধানী পাঠকবর্গ এই আলোচনাগুলির দ্বারা নিজেদের সমৃদ্ধ করে তুলতে পারবেন এই আশা রাখি।
অর্ঘ্য ব্যানার্জ্জী : জন্ম সেপ্টেম্বর, ১৯৯৫) বর্তমানে বিশ্বভারতীতে পিএইচ.ডি. গবেষণায় রত। আগ্রহের বিষয় : আমুদ্রিত পুথি পাঠ, প্রাগাধুনিক বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতি।
সেখ একরামুল হোসেন
জন্ম সেপ্টেম্বর, ১৯৯৬। পিতা সেখ মনির উদ্দিন। মাতা কামরুন্নেসা বিবি। বাংলায় স্নাতক সিউড়ী বিদ্যাসাগর কলেজ থেকে ও স্নাতকোত্তর বিশ্বভারতী থেকে। বর্তমানে বিএড. ট্রেনিং রত। গবেষণার ক্ষেত্র : লোকসংস্কৃতি। প্রকাশিত গ্রন্থ : ময়রাক্ষী তীরবর্তী অঞ্চলের লোকসংস্কৃতি।