বাংলা লোকসাহিত্য চর্চার প্রথম যুগ ও আশুতোষ মুখোপাধ্যায়
- মনোজ মন্ডল
আশুতোষ মুখোপাধ্যায় বাংলা লোকসাহিত্য চর্চার একজন অসামান্য ব্যক্তিত্ব। তিনি বাংলা ছড়া সংকলন-গ্রন্থের প্রথম রচয়িতা। বাংলার লোককথা বাংলার আশুতোষ মুখোপাধ্যায়-ই প্রথম প্রকাস করেছেন। বাংলার লোক প্রচলিত ভূতের গল্প তিনিই প্রথম সংকলন করেছেন। পরিশীলিত সাহিত্য চর্চায়ও তিনি যথেষ্ঠ কৃতিত্বের পরিচয় রেখেছেন। তা সত্ত্বেও তিনি এতদিন পাঠক-সমাজের দৃষ্টির অন্তরালেই থেকে গেছেন। বর্তমান গ্রন্থেই প্রথম আশুতোষ মুখোপাধ্যায়-এর সামগ্রিক মূল্যায়ন উপস্থাপিকত হয়েছে। সেই সঙ্গে বাংলা লোকসাহিত্য চর্চার প্রথম যুগের ধারা-ক্রমটি-যুগ-বৈশিষ্ট্যসহ গ্রন্থে আলোচিত হয়েছে।