বাংলা ওইতিহাসিক নাটকে জাতীয় সংহতি
- রিনি নাথ
সাহিত্য যেহেতু সমাজেরই প্রতিবিম্ব, তাই সমাজ সংকটের প্রতিফলন সাহিত্যে ঘটেছে বারবার| জাতীয়তাবাদ জাগরণের যুগে সচেতন সাহিত্যিক তাঁর সাহিত্যে ব্যক্ত করেছেন জাতীয় সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা | আমাদের গৌরবময় প্রাচীন ইতিহাস, মানুষের ধর্মবোধকে অবলম্বন করে বাংলা ঐতিহাসিক নাটকে নাট্যকারেরা গড়ে তুলেছিলেন জাতীয় সমাজ গঠনের আকাঙ্খা | ইংরেজদের সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয়দানের কালে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র অঙ্কন করে জাতীয় সংহতিকেই দৃঢ়তর করে নতুন সমাজ ও রাষ্ট্রগঠনের আকাঙ্খাকে রূপ দিয়েছেন তাঁরা | এ বিষয়েই লেখক আলোকপাত করেছেন এ গ্রন্থে |