বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতি
- অনুপম সরকার, মৌসুমী পাল, পম্পা দাস
এই গ্রন্থে বাংলা সাহিত্যের বিভিন্ন দিক আলোচিত হয়েছে। যুগ বদলের সাথে 'সাথে বাংলা সাহিত্যেরও যে বিস্তৃতি ঘটে চলেছে তা-ই এই গ্রন্থে আলোচিত। উত্তর পূর্ব ভারতের বরাক ও ত্রিপুরা বাংলা উপন্যাস ও ছোট গল্পে তুলে ধরা হয়েছে। এখানকার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, এছাড়া লোকসংস্কৃতির দৃষ্টিতে তুলে ধরা হয়েছে বাঙালির এক নিজস্ব সংস্কৃতিকে।
অনুপম সরকার
জন্ম ত্রিপুরার সিপাহীজলা জেলার অন্তর্গত চড়িলামে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাঠ, তারপর গবেষণা আসাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উদয়পুরে নেতাজী! সুভাষ মহাবিদ্যালয়ে অতিথি প্রভাষক হিসাবে যুক্ত। পছন্দের বিষয় শিশসাহিত্য ও কথাসাহিত্য।
মৌসুমী পাল
জন্ম ত্রিপুরার ধলাই জেলার অন্তর্গত কমলপুর। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকান্তর পাঠ, তারপর গবেষণা আসাম বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে আগরতলা বীর প্রভাষক হিসেবে যুক্ত। পছন্দের বিষয় লোকসংস্কৃতি ও কথাসাহিত্য।
পম্পা দাস
জন্ম ত্রিপুরার ধলাই জেলার অন্তর্গত মানিক ভাণ্ডারে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় ন্নতকোত্তর পাঠ শেষ করে গবেষমারত আসাম বিশ্ববিদ্যালয়ে ভারতীয় তুলনামূলক সাহিত্য বিভাগে। বর্তমানে আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল কলেজে অতিথি প্রভাষক হিসেবে নিযুক্ত॥ পছন্দের বিষয় লোকসংস্কৃতি ও কথাসাহিত্য।