বাংলা সাহিত্যে শ্রীরামকৃষ্ণচর্চা
- সত্যজিৎ দত্ত
শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বাংলা সাহিত্যে গ্রন্থ সংখ্যা প্রচুর ও তা উত্তরোত্তর ক্রমবর্ধমান। তার জীবন ও উপদেশের ব্যাখ্যা বহুকৌনিক দৃষ্টিভঙ্গিতে পরিবেশন করেছেন বহু লেখক ও গবেষক। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে এই তালিকায় আরো একটি গ্রন্থের সংযোজন কেন? শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে যে প্রবন্ধ, উপন্যাস, ছোটগল্প, বিক্ষিপ্তভাবে বিভিন্ন গ্রন্থ রচিত হলেও বাংলা সাহিত্যের প্রধান আঙ্গিকগুলি ছুঁয়ে আসা এ জাতীয় গবেষণালৰ প্রাতিষ্ঠানিক গ্রন্থ দুর্লভ। এছাড়া এই গ্রন্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের বাংলা সাহিত্যের শ্রীরামকৃষ্ণ চর্চা বিষয়টির উপর গুরুত্ব আরোপিত হয়েছে, যা বিষয়বস্তু হিসেবে মৌলিক ও অনুষূর্ব।
জন্ম ১১ অক্টোবর ১৯৮৪, আসানসোল শহরে। প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে । ডি.এল.এড., বি.এড., নেট প্রভৃতি বৃতিমুখী পরীক্ষায় উত্তীর্ণ। পেশা শিক্ষকতা | গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যাপক রজত কিশোর দে-এর তত্বাবধানে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের বাংলা সাহিত্যে শ্রীরামকৃষ্ণ চর্চা বিষয়ে গবেষণায় ২০১৯ সালে পি এইচ.ডি. ডিগ্রী লাভ। মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্তরে প্রবন্ধ, নাটক প্রভৃতি বিষয়ে পুরস্কার প্রাপ্ত। রাজ্য ও ভিন রাজ্যের বিভিন্ন গ্রন্থে কবিতা ও প্রবন্ধ প্রকাশিত। পছন্দের বিষয় লোকসাহিত্য।